শিক্ষক জামাল উদ্দিনের বড় ছেলে জাহিন জামাল গতকাল শুক্রবার রাতে দেশ রূপান্তরকে বলেন,
“বাবা মারা গেছেন সকাল ৮-৯টার দিকে (গতকাল), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কো-অপারেটিভ সোসাইটির অরুণা পল্লীর বাসায়। তিনি মাসখানেক আগে থেকেই বলছিলেন, মারা যাওয়ার পর তার চোখ দুটি ও শরীরের অন্যান্য অঙ্গ এবং দেহটা যদি দান করা সম্ভব হয়, সেটা যেন করি। তা হলে ওনার ভালো লাগবে। মারা যাওয়ার পর বিষয়টি ভাইদের জানালাম। তখন জানতে পারি অন্য ভাইদের কাছেও বাবা তার ইচ্ছার কথা বলে গেছেন। প্রত্যেকে তার শেষ ইচ্ছার প্রতি সহমত জানিয়েছেন। পরে আমরা সন্ধানীর সঙ্গে যোগাযোগ করি। সন্ধানী দ্রুততম সময়ের মধ্যে এসে দুটি কর্নিয়া সংগ্রহ করে নিয়ে গেছে।”

শিক্ষক জামাল উদ্দিনের দান করা দুটি চোখ আজ ৪ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে সুমি এবং স্মৃতি- এই দুইজন অন্ধ মানুষের চোখে প্রতিস্থাপন করা হয়েছে।