আজ ২২শে অক্টোবর, ২০২৩ তারিখে ২ জন অন্ধ মানুষের চোখে সফলভাবে কর্ণিয়া প্রতিস্থাপন করা হয়েছে। বগুড়ার মৃত চক্ষুদাতা সালেহা সুলতানা এর চোখে পৃথিবী দেখবেন ময়মনসিংহের খোকন রবি দাস এবং বরিশালের তানিয়া আক্তার।
তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন থাকা অবস্থায় উনার কর্ণিয়া দান করার আহবান জানিয়েছিলেন সন্ধানী আই ব্যাংকের কাউন্সিলরগন।
স্বাভাবিক জীবনে ফিরে যাওয়াসহ পৃথিবীর রঙ, রূপ ও সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাঁরা।
উল্লেখ্য, তিনি ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক নেত্রী ও বাংলাদেশ নারী মুক্তি সংসদের সাবেক সাধারণ সম্পাদক।