কুমিল্লার লাকসাম থানার মহান মানুষ রামানি মোহন মজুমদার ৮৮ বছর বয়সে গতকাল ৯ নভেম্বর, ২০২৩ তারিখে দুপুর ১২ টায় আইসিইউতে মৃত্যুবরন করেন।
তাঁর কর্ণিয়া দুটি প্রতিস্থাপন করা হয়েছে রাজশাহীর বীর মুক্তিযোদ্ধা সাদিকুল ইসলাম এবং ঢাকার শুক্কুর আলী -এর চোখে।
আজ ১০ই নভেম্বর, ২০২৩ তারিখে বিশিষ্ট কর্ণিয়া সার্জন ডাক্তার রাজশ্রী দাস এবং ডাক্তার শীষ রহমান সফল অস্ত্রোপচার করেন।
স্বাভাবিক জীবনে ফিরে যাওয়াসহ পৃথিবীর রঙ, রূপ, সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাঁরা।
মরণোত্তর চক্ষুদানে এগিয়ে আসুন।