বাংলাদেশের প্রথম পতাকার অন্যতম নকশাকার, বীর মুক্তিযোদ্ধা “শিব নারায়ণ দাশ” – আজ শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ৭৮ বছর বয়সে মারা গেছেন।

উনার ছেলে অর্ণব আদিত্য বাবার কথা অনুযায়ী আজ কর্ণিয়া দুটি দান করেন সন্ধানী চক্ষুদান সমিতিতে। উনার চোখের মাধ্যমে দৃষ্টি ফিরে পেয়েছেন রংপুরের মশিউর রহমান এবং চাঁদপুরের আবু কালাম। সার্জারি দুইটি করেছেন কর্ণিয়া বিশেষজ্ঞ ডাঃ রাজশ্রী দাস এবং ডাঃ শীষ রহমান।

স্বাভাবিক জীবনে ফিরে যাওয়াসহ পৃথিবীর রঙ, রূপ, সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাঁরা।

দেশের স্বাধীনতা সংগ্রামে যিনি অবদান রেখেছিলেন, মৃত্যুর পরেও দুজন অন্ধ মানুষকে সুন্দর পৃথিবী দেখার সুযোগ করে দিয়ে গেছেন।

আমরা গভীরভাবে শ্রদ্ধা, ভালোবাসা এবং স্যালুট জানাই।