গত ১৪ জুলাই, ২০২৪ তারিখে বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেন চক্ষুদাতা মোঃ নুরুল ইসলাম। উনার দানকৃত কর্ণিয়ার মাধ্যমে দৃষ্টি ফিরে পেয়েছেন নীলফামারীর “মিজু ইসলাম” এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান “আবুল কাশেম ফজলুল হক”।
প্রয়াত নুরুল ইসলাম একজন নিয়মিত ‘এবি নেগেটিভ’ রক্তদাতাও ছিলেন।
সার্জারি দুইটা করেছেন ডাঃ শীষ রহমান ও ডাঃ রাজশ্রী দাস।
————-
স্বাভাবিক জীবনে ফিরে যাওয়াসহ পৃথিবীর রঙ, রূপ, সৌন্দর্য উপভোগ করতে পারবেন তিনি। মরণোত্তর চক্ষুদানে এগিয়ে আসুন।