ময়মনসিংহের শরীফ আহম্মেদ। ২০২১ সালের ১লা এপ্রিল মরণোত্তর চক্ষুদানে রেজিস্ট্রেশন করেছিলেন। উনার আইডি কার্ড নাম্বারঃ seibon-4414
ছবিতে দেয়া চিরকুট লিখে তিনি গতকাল আ*ত্ম*হ*ত্যা করেছেন।
জীবনের শেষ মুহুর্তেও তিনি চক্ষুদানের মাধ্যমে মানুষের উপকার করতে চেয়েছিলেন। একজন মানুষের জীবনে চক্ষুদানের আগ্রহ কতটুকু পর্যায়ে পৌঁছালে জীবনের শেষ মুহুর্তেও জাগতিক সবকিছু ভুলে নিজের চোখ দানের জন্য চিরকুট লিখে যেতে পারে!!!
আমরা জানি না তিনি কি পরিস্থিতির মধ্যে ছিলেন। কি কারণে এমন ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছেন- তা আমরা জানি না। তবে নিজেদের খুব অসহায় লাগছে এই ভেবে যে, উনার এই কর্ণিয়া কোনো কাজে লাগানো যাবে না, কারণ মৃতদেহ পেতেই ২৪ ঘন্টার উপর হয়ে গেছে। পাশাপাশি, আ*ত্ম*হ*ত্যা করলে কর্ণিয়া সংগ্রহ করা সম্ভব হয় না। তাই আমাদের পক্ষ্যে উনার শেষ ইচ্ছাটা পূরণ করা সম্ভব হল না।
শরীফ আহম্মেদ, আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন এই কামনাটুকু আমরা শুধু করতে পারি।