গতকাল ২৭শে আগস্ট, ২০২৩ তারিখে ২ জন অন্ধ মানুষের চোখে সফলভাবে কর্ণিয়া প্রতিস্থাপন করা হয়েছে। সিরাজগঞ্জের মৃত চক্ষুদাতা হারুন অর রশিদ (৮২ বছর) এর চোখে পৃথিবী দেখবেন কেরানিগঞ্জের জনাব মকিম শেখ এবং দাউদকান্দির জনাব আরব আলী।
স্বাভাবিক জীবনে ফিরে যাওয়াসহ পৃথিবীর রঙ, রূপ ও সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাঁরা।
উল্লেখ্য, জনকণ্ঠ পত্রিকার সম্পাদনা সহকারী হারুন অর রশিদ ২০১২ সালে চক্ষুদানে রেজিস্ট্রেশন করেছিলেন। উনার মৃত্যুর পর উনার মেয়ে সন্ধানীর সাথে যোগাযোগ করে কর্ণিয়া দান করেন।