গতকাল ২১শে জানুয়ারি, ২০২৪ তারিখে ২ জন অন্ধ মানুষের চোখে সফলভাবে কর্ণিয়া প্রতিস্থাপন করা হয়েছে। ঢাকার মৃত চক্ষুদাতা সুভাষ চন্দ্র রায় এর চোখে পৃথিবী দেখবেন পটুয়াখালীর জনাব জাহাঙ্গীর এবং নেত্রকোনার জনাব শহর আলী।
সার্জারি দুইটি করেছেন কর্ণিয়া বিশেষজ্ঞ ডাঃ রাজশ্রী দাস এবং ডাঃ শীষ রহমান।
স্বাভাবিক জীবনে ফিরে যাওয়াসহ পৃথিবীর রঙ, রূপ, সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাঁরা।
মরণোত্তর চক্ষুদানে এগিয়ে আসুন।