“অনিমা রাণী বড়ুয়া” – যার দানকৃত কর্ণিয়ায় দৃষ্টি ফিরে পেয়েছেন দুইজন অন্ধ মানুষ… জানাই শ্রদ্ধা, ভালোবাসা এবং স্যালুট…

তিনি ২০২০ সালের ডিসেম্বর মাসে পরিবারের সহায়তায় অনলাইনে চক্ষুদানে রেজিস্ট্রেশন করেছিলেন। গত ৪ এপ্রিল, ২০২৪ তারিখে ৯১ বছর বয়সে তিনি মৃ*ত্যুবরণ করেন। উনার ছেলে এবং পরিবারের সহায়তায় সন্ধানী চক্ষুদান সমিতির ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ’ ইউনিট চট্টগ্রামের চন্দনাইশ থেকে চক্ষুদাতার কর্ণিয়া সংগ্রহ করে।

গতকাল ৬ এপ্রিল, ২০২৪ তারিখে ২ জন অন্ধ মানুষের চোখে সফলভাবে কর্ণিয়া প্রতিস্থাপন করা হয়েছে। চক্ষুগ্রহিতা দুইজন হলেন নারায়ণগঞ্জের মোঃ মনির হোসেন (৬৫) এবং গাইবান্ধার মোঃ ময়নাল (৪৪)। স্বাভাবিক জীবনে ফিরে যাওয়াসহ পৃথিবীর রঙ, রূপ, সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাঁরা।

সার্জারি দুইটি করেছেন কর্ণিয়া বিশেষজ্ঞ ডাঃ রাজশ্রী দাস এবং ডাঃ শীষ রহমান।

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির পক্ষ থেকে “অন্যের চোখে বাঁচি” সংগঠন এবং সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটকে ধন্যবাদ জানাই।