“বোধিমিত্র বড়ুয়া” – যার দানকৃত কর্ণিয়ায় দৃষ্টি ফিরে পেয়েছেন দুইজন অন্ধ মানুষ… জানাই শ্রদ্ধা, ভালোবাসা এবং স্যালুট…
আজ ২২শে মে, ২০২৪ তারিখে চন্দনাইশ, চট্টগ্রামের মৃত চক্ষুদাতা বোধিমিত্র বড়ুয়া- এর চোখে দৃষ্টি ফিরে পেয়েছেন ঢাকার জনাব মিন্টু এবং পটুয়াখালীর স্মৃতি।
স্বাভাবিক জীবনে ফিরে যাওয়াসহ পৃথিবীর রঙ, রূপ, সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাঁরা
সার্জারি করেছেন বিশিষ্ট কর্ণিয়া সার্জন ডাঃ সৈয়দ এ হাসান এবং প্রফেসর ডাঃ শাফি খান।
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির পক্ষ থেকে “অন্যের চোখে বাঁচি” সংগঠন এবং সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটকে ধন্যবাদ জানাই।